শেখরনগর কালিমন্দির একটি ঐাতহাসিক মন্দির। এটি স্বাধীনতার পূর্বেই স্থাপন করা হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে এখানে মেলা হয়। মেলায় অসংখ্য ভক্ত বৃন্দ তাদের মনের বাসনা পূরণ করার জন্য এখানে আসেন। এবং মেলার সময় এখানে এত লোকের আয়োজন করা হয় যে শুধু মানুষ আর মানুষ এখানে থই থই করে। মানুষের ধারাণা এই মেলাটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম মেলা হিসাবে পরিচতি লাভ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস